নওগাঁয় করোনা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গো-খাদ্য বিতরণ

নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাস ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গো-খাদ্য বিতরন করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে করোনা ভাইরাস সামাজিক দূরত্ব বজায় রেখে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে আত্রাই উপজেলার আটটি ইউনিয়নের একশত পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মেহেদি হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, গরুর খামারী আলহাজ্ব মোফাজ্জল হোসেনসহ প্রায় শতাধীক ক্ষতি গ্রস্ত ছোট-বড় খামারের মালিক-প্রন্তিক কৃষকগরু পালনকারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রতিজন গরু পালনকারীকে পঁচিশ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়।
আরপি/এসআর-১৫
বিষয়: নওগাঁ গো-খাদ্য বিতরণ
আপনার মূল্যবান মতামত দিন: