নওগাঁয় করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৪

নওগাঁঁ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সদর উপজেলার ১১ জন, ধামইরহাটের ৪ জন, নিয়ামতপুরের ও সাপাহারের ৩ জন করে এবং বদলগাছি, মহাদেবপুর ও পোরশার ১ জন করে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির স়ংখ্যা হলো ২১৬১ জন।
গত ২৪ ঘন্টায় জেলার সাপাহার উপজেলায় নতুন ১ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। এছাড়াও ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ জন। মোট সুস্থ হয়েছেন ১৯৮৪ জন।
২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে ৪১ জনকে। সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২১ হাজার ৭৭২ জনকে। ২৪ ঘন্টায় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২১০৩৯ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৭৩৩ জন।
বর্তমানে আইসোলেশনে আছেন ৩ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১১ জন।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: