রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


মহাদেবপুরে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের


প্রকাশিত:
১৯ মে ২০২১ ০২:০৩

আপডেট:
১৯ মে ২০২১ ০৩:০৭

প্রতিকী ছবি

নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে আব্দুল্লাহেল কাফি (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর এলাকার মাঠে এ ঘটনা ঘটে। তিনি বিনোদপুর গ্রামের জফির উদ্দিনের ছেলে।

সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু বলেন, বিকেলে কাফি তার নিজের বেগুন ক্ষেতে আগাছা নিরানোর কাজ করতে যান। সন্ধ্যায় ঝড়ো হাওয়া আর বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ধ্যার পরও তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বেগুন ক্ষেতে তার ঝলসানো মৃতদেহ পাওয়া যায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরপি / এমবি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top