রাণীনগরে নেশা জাতীয় এ্যাম্পলসহ গ্রেফতার-২
 
                                নওগাঁর নাণীনগরে নেশা জাতীয় ১৬ পিচ এ্যাম্পলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় ষ্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চকমনু গ্রামের আলতাব হোসেনের ছেলে আবু হাসান (৩৬) ও আদমদিঘী উপজেলার প্রান্নাতপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে শাহিন হোসেন (২৫)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, উপজেলার ষ্টেশন এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৬ পিচ নেশা জাতীয় এ্যাম্পলসহ ২জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।
আরপি / এমবি-১

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: