রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


ধামইরহাটে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ


প্রকাশিত:
৫ মে ২০২১ ০৬:৫৪

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২১:৫১

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে কোভিড-১৯ বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে জনসাধারনের চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন দুঃস্থ ও অসহায় ১ শত ৫০জন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে প্রতি জনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি খাবার লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুর দেড় টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ফার্শিপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এমপি।

আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সহকারী কমিশনার ভুমি মো. সিব্বির আহমেদ, ওসি আবদুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন প্রমুখ।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top