রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


ধামইরহাটের সেতুটি যেন মরণ ফাঁদ


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২১ ০৩:০১

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪৮

ছবি: সেতুটির বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্ত ও ভাঙন

নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ এলাকায় যাতায়াতের জন্য বীরগ্রাম বড় মোল্লাপাড়া মৌজার খালের উপরে রয়েছে বহু পুরোনো একটি সেতু। গুরুত্বপূর্ণ সড়কের উপর অবস্থিত সেতুটি বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে রয়েছে ঝুঁকিপূর্ণ।

সেতুটির বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্ত ও ভাঙন দেখা দেয়ায় মারত্নক ঝুঁকি নিয়ে প্রতিদিন উপজেলার আলমপুর, খেলনা, আগ্রাদ্বিগুণসহ পার্শ্ববর্তী সাপাহার, পোরশা ও চাপাইনবাবগঞ্জ জেলার মানুষ ধামইরহাটের উপরদিয়ে জয়পুরহাট বগুড়া হয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।

জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে ধামইরহাট-আগ্রাদ্বিগুণ সড়কের আলমপুর ইউনিয়নের অন্তর্গত বীরগ্রাম বড় মোল্লাপাড়া গ্রামের টুটিকাটা খালের উপরে নির্মাণ করা হয় একটি সেতু। সেতুটি অনেক পুরোনো হওয়ায় এর ঢালাই উঠে গিয়ে অনেক বড় গর্তের সৃষ্টিসহ এর এক পাশের রেলিংও ভাঙতে শুরু করেছে। একমাত্র গুরুত্বপূর্ণ সেতুটি সংস্কার করা না হলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনাসহ এ এলাকার যোগাযোগ ব্যাবস্থায় সম্পুর্ণ ধ্বস নামতে পারে এমনটিই আশঙ্কা করছেন এলাকাবাসী।

অন্যদিকে এ রাস্তা দিয়ে ওই সব এলাকার হাজার হাজার টন ধান, আম, শাক-সবজি যানবাহনে করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। মাটি ও বালু বোঝাই অতিরিক্ত ওজনের ট্রাক্টর চলাচল করায় সেতুটি ভাঙ্গনের পথে বসেছে এমন অভিযোগও রয়েছে স্থানীয়দের।

আগামী বর্ষা মৌসুমের আগে সেতুটির সংস্কার করা না হলে চরম বিপাকে পড়তে হবে ওই এলাকার সাধারণ মানুষের। সব দিক বিবেচনা করে জনদূর্ভোগ কাটিয়ে দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন জানান, আগামী ২-৩ দিনের মধ্যে সেখানকার মাটি পরিক্ষা করে নতুন ভাবে সেতুটির নির্মাণ এর কাজ শুরু করা হবে।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top