পত্নীতলায় পৌরসভার ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও মো. লিটন সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, মেয়র রেজাউল কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ প্রমূখ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বাণিজ্য মন্ত্রী মরহুম আব্দুল জলিল ও স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি এর প্রচেষ্টায় ১৯৯৯ সালে নজিপুর পৌরসভা স্থাপিত হয় এবং ২০১৮ সালে এটি প্রথম শ্রেণীতে উন্নতি হয়। এই নির্মান কাজটি করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিনুল হক প্রাঃ লিঃ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বাণিজ্য মন্ত্রী মরহুম আব্দুল জলিল ও স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি এর প্রচেষ্টায় ১৯৯৯ সালে নজিপুর পৌরসভা স্থাপিত হয় এবং ২০১৮ সালে এটি প্রথম শ্রেণীতে উন্নতি হয়। এই নির্মান কাজটি করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিনুল হক প্রাঃ লিঃ।
আরপি/ এসআই
আপনার মূল্যবান মতামত দিন: