রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


মান্দায় ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ২টি ইট ভাটায় জরিমানা


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২১ ০৩:১৭

আপডেট:
১৮ এপ্রিল ২০২১ ০৭:১৬

ইটভাটা

নওগাঁর মান্দায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র   লাইসেন্স না থাকায় ২টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত জরিমনা করেছেন।শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  উপজেলার সারিকা নাছিমা ব্রিক্স   অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন

বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, জরিমানা করা ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।  নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। পরিবেশ অধিদপ্তর থেকে অবৈধ ইটভাটার উপর নির্দেশনা এসেছে। এর প্রেক্ষিতে আজকে দুইটি ইটভাটায় জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, নির্দেশনা অনুযায়ী ইট ভাটার এই অভিযান অব্যাহত থাকবে

 

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top