আলতাদিঘী পরিদর্শনে এসে মুগ্ধ হলেন উপ-মন্ত্রী হাবিবুন নাহার

নওগাঁর ধামইরহাটের ঐতিহাসিক আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার।
শনিবার দুপুরে প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপরুপ সীমান্ত ঘেঁষা আলতাদিঘী শালবনে মন্ত্রী ও তার সফর সঙ্গীরা আগমন করলে তাঁদেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়।
পরে অতিথিরা পায়ে হেটে আলতাদিঘী শালবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ ব্যক্তিগত কর্মচারীগণ তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন, সাংবাদিক আব্দুল আজিজ, আব্দুল মালেক, আব্দুল্লাহ হেল বাকী প্রমুখ।
আরপি/ এআর
আপনার মূল্যবান মতামত দিন: