রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


আত্রাইয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২০ ০১:৩৫

আপডেট:
৭ অক্টোবর ২০২০ ০১:৩৬

জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী। ছবি: প্রতিনিধি

সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌ালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র্য্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃছানাউল ইসলাম। রালী শেষে আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফ মুর্শেদ মিশু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ নিজাম উদ্দিন, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, শিক্ষক সোহেল রানাসহ বিভিন্ন দপ্তর প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top