রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় বিশ্বাবিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২০ ০৬:২১

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৭:১৩

পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে নওগাঁর নওহাটায় মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ঘোষিত পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর নওহাটায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেন মহাদেবপুর উপজেলার নওহাটামোড় এলাকার সর্বস্তরের জনগণ। উক্ত মানববন্ধনে ২ শতাধিক জনসাধারণ উপস্থিত হন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নওহাটা মোড় বাসস্ট্যান্ড এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। প্রভাষক মোঃ ফরহাদ হোসেনের সঞ্চলনায় এ মানববন্ধনের আয়োজন করেন সেচ্ছাসেবী সংগঠন, নওহাটামোড় বণিক সমিতিসহ এলাকার অনন্য সংগঠনের সকল সদস্য বৃন্দ। এই মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ১০ নং ভীমপুর ইউপি চেয়ারম্যান, শ্রী রাম প্রসাদ ভদ্র, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, ভীমপুর ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ময়েজ উদ্দীন, ভীমপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবু, ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান, রেড ফ্রাইডের চেয়ারম্যান মোঃ শাহিনুর আলম শাহীন, সাংবাদিক আসজাদুল ইসলাম আজাদ, এম আর রকি, ওটইঅঞ বিশ্ববিদ্যালয় ঢাকা এর গ্রন্থাগারিক মনির হোসেনসহ প্রমূখ ।

বক্তারা তাদের বক্তৃতায় নওহাটামোড়ে কেন বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় তার উপযুক্ত যুক্তি উপস্থাপন করেন। তারা বলেন নওহাটা মোড়ের পার্শ্বে এক ফসলা বেশ কিছু সরকারি খাস জমিসহ ইউনিয়নে মোট ১১ শ ৫০ বিঘা (প্রায় ২ শ ৯৯ একর) জমি আছে। এই জমিগুলো সরকার নিজের হেফাজতে নিয়ে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সরকারের রাজস্ব খাত থেকে জমি অধিগ্রহণের খরচ অনেকাংশেই কমে যাবে। তাই মানববন্ধনে উপস্থিত সকলে নওহাটা মোড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কতৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top