রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ভারত ও বাংলাদেশ সম্পর্ক এখন সোনালী অধ্যায়: রীভা গাঙ্গুলি


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২২:৫২

ভবন উদ্বোধনে  রীভা গাঙ্গুলি। ছবি: প্রতিনিধি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন সোনালী অধ্যায় পার করছে। তিনি বলেন, দুই দেশ মিলিতভাবে অনেক উন্নয়নমূলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। আমাদের দুই দেশের মানুষের মনের অনেক মিল রয়েছে। ফলে আমরা একে অপরের সমন্বয়ে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে সফল হচ্ছি।

আজ সোমবার দুপুরে তিনি নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দা গ্রামে রঘুনাথ জিউ মন্দিরে নির্মিত তীর্থযাত্রী বিশ্রামালয় ভবন উদ্বোধন উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

ভারত সরকারের দেয়া ৫৩ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি এটি নির্মাণ করা হয়।

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, হিন্দু কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি তপন কুমার সেন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মন্দিরের সভাপতি চন্দন কুমার মৈত্র এতে সভাপতিত্ব করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top