আত্রাইয়ে এমপি ইসরাফিল আলমের রোগমুক্তি কামনায় দোয়া
নওগাঁর আত্রাইয়ে সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলমের সুস্থতা ও রোগমুক্তি কামনায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের আব্দুল জলিল একাডেমিক ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ছাত্রলীগ মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান (এবার), উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন, উপজেলার আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্র দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, দপ্তর বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী (জুয়েল), শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সরদার সোয়েব, বাংলাদেশ ছাত্রলীগ মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ শাখার সভাপতি মোঃ রাকিব খান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম(রাব্বি), যুগ্মসাধারণ সম্পাদক সানোয়ার, অমিত, রাজন, আনোয়ার, আরাফাত, শান্ত, শেখ জুয়েল প্রমুখ।
উক্ত মিলাদ মাহফিলে আত্রাই রাণীনগরের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলমের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন, আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মহাতামিম ও দৈনিক করতোয়া পত্রিকার আত্রাই প্রতিনিধি মোঃ মোজাহিদ খান।
আরপি/আআ-১৮
আপনার মূল্যবান মতামত দিন: