রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় চেয়ারম্যান-ইউএনওসহ নতুন আক্রান্ত ৮৮


প্রকাশিত:
৩ জুলাই ২০২০ ২২:১৭

আপডেট:
৩ জুলাই ২০২০ ২২:১৯

প্রতীকী ছবি

নওগাঁয় নতুন করে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ মোট  ৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখা ৫ শতাধিক ছাড়ালো। এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখা দাঁড়ালো ৫৪০ জনে।

এদের মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, মহাদেবপুর উপজেলায় ৬ জন, মান্দা উপজেলায় ৫ জন, বদলগাছি উপজেলায় ৭ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ১২ জন, নিয়ামতপুর উপজেলায় ৫ জন, সাপাহার উপজেলায় ৮ জন এবং পোরশা উপজেলায় ৫ জন। এদের মধ্যে সাপাহার উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন।

এই ২৪ ঘন্টায় মোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৫৩ জনকে এবং ছাড়পত্র দেয়া হয়েছে ১১৯ জনকে। বর্তমানে কোয়অরেনটাইনে রয়েছেন ১৬৩৩ জন। এই ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৩০৫ জন।

 

আরপি/আআ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top