রাজশাহী সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২


নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫


প্রকাশিত:
১৭ জুন ২০২০ ২১:৩৩

আপডেট:
১৯ জানুয়ারী ২০২৬ ০৭:২৩

ফাইল ছবি


নওগাঁর মহাদেবপুরে মাছ বোঝায় ট্রাক ও দুটি পিকাপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোররাতে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের উদ্ধার করে নওগাঁ, বগুড়া ও রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, মহাদেবপুর উপজেলার রানীপুকুর নামক স্থানে মাছ ভর্তি পিকআপ ও দুটি কাভাডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘনাস্থলেই একজন নিহত হয়। আরোও ৫জন আহত হয়। ঘটনাটি জানতে পেরে আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্য দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওযায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হতাহতদের নাম ও পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

আরপি/ এআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top