রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় নতুন করোনা আক্রান্ত ২২


প্রকাশিত:
১৫ জুন ২০২০ ২৩:০৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১২:৫২

ছবি: প্রতীকী

নওগাঁয় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে  নতুন করে আরও ২২ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্ত ব্যক্তির সংখা ২‘শ ছাড়িয়ে গেল। 

এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৯ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, মান্দা উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ৩ জন, রানীনগর উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ১ জন এবং নিয়ামতপুর উপজেলায় ১ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২০ জন-এ।


সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজআজামান আলাল জানান, গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে ১১১ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, রানীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ১১ জন, মহাদেবপুর উপজেলায় ৭ জন, মান্দা উপজেলায় ৮ জন, বদলগাছি উপজেলায় ১৫ জন, পত্নীতলা উপজেলায় ১২ জন, ধামইরহাট উপজেলায় ২৩ জন এবং পোরশা উপজেলায় ৬ জন।

এই ২৪ ঘন্টায় জেলায় ছাড়পত্র দেয়া হয়েছে ৫৭ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১২৯৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হওয়া রোগির সংখ্যা ১২৮ জন।

 

আরপি/আআ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top