নওগাঁয় নতুন করোনা আক্রান্ত ২২

নওগাঁয় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও ২২ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্ত ব্যক্তির সংখা ২‘শ ছাড়িয়ে গেল।
এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৯ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, মান্দা উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ৩ জন, রানীনগর উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ১ জন এবং নিয়ামতপুর উপজেলায় ১ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২০ জন-এ।
সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজআজামান আলাল জানান, গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে ১১১ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, রানীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ১১ জন, মহাদেবপুর উপজেলায় ৭ জন, মান্দা উপজেলায় ৮ জন, বদলগাছি উপজেলায় ১৫ জন, পত্নীতলা উপজেলায় ১২ জন, ধামইরহাট উপজেলায় ২৩ জন এবং পোরশা উপজেলায় ৬ জন।
এই ২৪ ঘন্টায় জেলায় ছাড়পত্র দেয়া হয়েছে ৫৭ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১২৯৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হওয়া রোগির সংখ্যা ১২৮ জন।
আরপি/আআ-০৯
বিষয়: নওগাঁ আক্রান্ত করোনা ভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: