ধামইরহাটে কিশোরের শরীরে করোনা পজেটিভ, বাড়ি লকডাউন

প্রতীকী ছবি
নওগাঁর ধামইরহাটে আবারও একজন ঢাকা ফেরত ১৫ বছর বয়সের কিশোরের শরীরে করোনা পজেটিভ ধরা পরেছে। ছেলেটির বাড়ি আলমপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামে। উপজেলা প্রশাসন আলমপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের বাড়িটি লকডাউন ঘোষনা করেছেন।
সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ড. স্বপ্নন কুমার বিশ্বাস। এ নিয়ে ধামইরহাট উপজেলায় করোনা পজেটিভ নিয়ে আক্রান্তের সংখ্যা দারালো ২জন।
সরোজমিনে গিয়ে জানাজায়, আক্রান্ত ছেলেটির বাড়ি আলমপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামে। ছেলেটি ঢাকায় গার্মেন্টসে কাজ করতো। গত ৫ মে ঢাকা থেকে বাড়ি এলে গ্রামের মানুষ বাধা দিলে পরের দিন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে এসে শরীরে করোনা আছে কিনা পরীক্ষার জন্য নমুনা নিয়ে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে ১০ মে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে। এখন সে করোনা উপসর্গ নিয়ে হোমকোয়ারেন্টাইনে আছে বলে প্রতিবেদককে জানানো হয়। কিশোরের শরীরে করোনা ধরা পরায় ধামইরহাট উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউন ঘোষনা করেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ড. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, ছেলেটি ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী, তার শরীরে করোনার কোন উপসর্গ ছিলনা কিন্তু ১০ মে রিপোর্টে তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। বাড়িটি লকডাউন করে ঢাকা ফেরত ওই কিশোর এবং তার পরিবারকে হেমকোয়ারেন্টাইনে রেখে চিকিতসা প্রদান করা হচ্ছে।
বাবা বলেন, ছেলে গার্মেন্টসে কাজ করতো, ‘ছুটি নিয়ে সে প্রায় এক সপ্তাহ আগে ঢাকা থেকে বাসায় আসে। হঠাত ছেলের শরীরে জ্বর, শ্বাসকষ্ট দেখা দিলে ডাক্তার পরিক্ষা করে কয় ছেলের নাকি করোনা হইছে। বাড়ির সবাইকে লকডাউন করে বন্দী করে থুইসে।’
আরপি/এমএইচ
বিষয়: নওগাঁর ধামইরহাট
আপনার মূল্যবান মতামত দিন: