রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


মোট আক্রান্ত ৬১ জন, কোয়ারেনটাইনে রয়েছে ১৫২১ জন

নওগাঁয় আরও এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত


প্রকাশিত:
৯ মে ২০২০ ২৩:৫৭

আপডেট:
৯ মে ২০২০ ২৩:৫৮

প্রতীকী ছবি

নওগাঁয় আরও এক ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি রানীনগর হাসপাতালের মেডিক্যাল এ্যাসিষ্ট্যান্ট। এ নিয়ে নওগাঁ জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। শুক্রবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে সনাক্তের এই সংবাদ নিশ্চিত করা হয়েছে।

নওগাঁ’র ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, নওগাঁ জেলা থেকে শনিবার সকাল পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১ হাজার ৬শ ৫৭ জনের। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মোট ফলাফল পাওয়া গেছে ১ হাজার ১শ ২৪ জনের। এর মধ্যে ৬১ জনের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে।

অপরদিকে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে ৩২ জনকে। এদের মধ্যে আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ১ জন, মান্দা উপজেলায় ১ জন, বদলগাছি উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ২৫ জন এবং সাপাহার উপজেলায় ৩ জন।

এই ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৪ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৫শ ২১ জন। 

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top