রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


রাণীনগরে সয়াবিনের তেলসহ যুবক আটক


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১১

আপডেট:
২ মে ২০২৪ ১৩:০৮

ছবি: আটক আসামি

নওগাঁর রাণীনগরে ১৪ লিটার সয়াবিনের তেলসহ রেজাউল ইসলাম (২৭) নামের এক চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিম্বা বাজারে নৈশ্য প্রহরীর হাতে ধরা পড়েন তিনি। 

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আটক চোর উপজেলার লোহাচুড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবুর ছেলে।

আরও পড়ুন: রাজশাহীসহ ১৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন মঙ্গলবার রাত আনুমানিক ৯টার পর লোহাচুড়া বাজারের এক মুদির দোকান থেকে ১৪ লিটার সয়াবিনের তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই রাত আনুমানিক ১১টার দিকে সিম্বা বাজারের নৈশ্য প্রহরীর হাতে ধরা পড়ে রেজাউল।

পরে ওই নৈশ্য প্রহরী বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে তেলসহ পুলিশ রেজাউলকে আটক করে থানায় নিয়ে আসে। পরে দোকান মালিকের করা একটি মামলার প্রেক্ষিতে রেজাউল ইসলামকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর চুরি যাওয়া তেল দোকান মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top