রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


রাণীনগরে কাশিমপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৮

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৩৬

ছবি: রাজশাহী পোস্ট

নওগাঁর রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দ্বি-বার্ষিক এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের চারশ ৫৯ জন কাউন্সিলের মধ্যে ৩২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে বেদারুল ইসলাম সভাপতি এবং সুমন আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: শেখ হাসিনা বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র বানাতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম। কাউন্সিল শেষে বিকালে কাশিমপুর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপি। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মেজবাউল হক লিটন ও একেএম জাকির হোসেন।

কাউন্সিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ম আহবায়ক মোসারব হোসেন, সদস্য এছাহক আলী, মোকলেছুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলাম এমদাদ, যুগ্ম আহবায়ক মোজাক্কির হোসেন, আতিকুল ইসলাম জেমস, ফরহাদ আলী মন্ডল, সাখাওয়াত হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 


আরপি/এসআর-০৬


বিষয়: বিএনপি


আপনার মূল্যবান মতামত দিন:

Top