রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


হাসপাতালে যাবার পথে দুর্বত্তের হামলায় গৃহবধু আহত


প্রকাশিত:
৫ আগস্ট ২০২২ ০২:৩২

আপডেট:
৫ আগস্ট ২০২২ ১০:২৩

ছবি: প্রতিনিধি

নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যাবার পথে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক গৃহবধুকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে দুর্বত্তদের বিরুদ্ধে। বুধবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের রুবীর মোড় এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।

হামলার শিকার ওই গৃহবধু শহরের খাস নওগাঁ মহল্লার সুইপার কলোনীর বিশ্বনাথ দাসের স্ত্রী রাণী বাঁশফোর। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই গৃহবধু। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের সদস্যদের।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শহরের খাস নওগাঁ মহল্লার সুইপার কলোনীর বাসিন্দা রাণী বাঁশফোর এর স্বামী বিশ্বনাথ দাস সেনানিবাসে ঝাড়ুদার হিসেবে কাজ করেন। স্বামীর চাকুরীর কারণে রাণী বাঁশফোর তাঁর ছেলে শিব কুমারকে সঙ্গে নিয়ে ওই কলোনীতে মায়ের বাড়িতে দীর্ঘ বছর যাবত বসবাস করে আসছেন।

সম্প্রতি সেখানে মাদকের রমরমা ব্যবসায় জড়িয়ে পড়েন কিছু অসাধু ব্যবসায়ীরা। ওই কলোনীতে থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবাদ করে আসছিলেন ওই নারী।

সঙ্গত এই কারণেই মাদক ব্যবসায়ীদের রোষাণলে পড়তে হয় তাকে। এক সময় ওই এলাকায় তুলশী কুমার চৌধুরী নামে এক প্রভাবশালী ব্যক্তি অভিনব কায়দায় ওই এলাকায় গাঁজার ব্যবসা শুরু করেন।

সেখানেও প্রতিবাদে মাঠে নামেন রাণী বাঁশফোর। ওই মুহুর্তে তুলশী কুমারের ক্রোধের মুখে পড়তে হয় তাকে। এর এক পর্যায়ে তুলশী কুমার তার স্ত্রী পারুলকে দিয়ে সুকৌশলে হামলার পরিকল্পনা করে।

গত বুধবার সকালে অসুস্থতাজনিত কারনে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ছেলেকে সঙ্গে নিয়ে রিকশাযোগে চিকিৎসা নিতে যাচ্ছিলেন রাণী বাঁশফোর।

পথিমধ্যে শহরের রুবীর মোড় এলাকায় পৌছালে রিকশাটি থামিয়ে জোরপূর্বক তাঁদেরকে রাস্তার আড়ালে নিয়ে যায় দুর্বত্তরা। সেখানে ছেলের সামনেই মা রাণী বাঁশফোরকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে তুলশী কুমার চৌধুরীর স্ত্রী পারুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী।

এক পর্যায়ে তাদের মাঝে ধস্তাধস্তি শুরু করে প্রাণপণ চেষ্টায় সেখান ছিটকে পালিয়ে আসেন রাণী বাঁশফোর। এরপর মাকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছেলে শিব কুমার।

সেখানে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই নারী।

রাণী বাঁশফোরের ভাই রাজা বাঁশফোর বলেন, আমার বোন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছে। তুলশী কুমার তার স্ত্রীকে দিয়ে এখানে গাঁজার ব্যবসা করে।

এর প্রতিবাদ করাটাই আমার বোনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারা আমার বোনকে মেরেও শান্ত হয়নি। ওইদিন বিকেলে প্রায় শতাধিক অস্ত্রসস্ত্রে সজ্জ্বিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আমিসহ আমাদের পুরো কলোনির বাসিন্দাদের উপর আবারো হামলা চালানো হয়েছে।

পরিবারের অনেকেই এখন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। এখন মামলা করতে থানায় যেতেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত তুলশী কুমার চৌধুরী বলেন, কিছুদিন আগে আমি এবং আমার পরিবারের সদস্যদের উপর রাণীর পরিবারের সদস্যরা হামলা করেছিলো। আমি আইনের আশ্রয় নিয়ে লড়ে যাচ্ছি। আমার বিরুদ্ধে তাদের উপর হামলার অভিযোগটি সঠিক নয়। এবিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদককে সামনাসামনি দেখা করতে অনুরোধ জানান তিনি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, সুইপার কলোনীতে হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top