নৌকার পক্ষে ভোট চান পারইল ইউপি চেয়ারম্যান প্রার্থী দুলাল

ছবি: প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নুরে আলম সিদ্দিকী (দুলাল) ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। প্রচার প্রচারণার শেষ দিকে প্রার্থীরা ছুটে চলেছেন ইউনিয়নের গ্রামে গ্রামে।
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে পারইল ইউনিয়নে চেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থী দুলালসহ মোট ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটারদের সর্মথন পেতে দিন রাত ছুটে চলেছেন প্রার্থীরা।
সরকার দলীয় প্রার্থী নুরে আলম সিদ্দিকী দুলাল স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগসহ অংগ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন।
ইউনিয়নের পারইল বাজারে ভোট প্রার্থনা কালে প্রার্থী দুলাল হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন,জনগনের সমর্থন ও ভাল বাসায় আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ। ভোটে নির্বাচিত হতে পারলে অত্র ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই।
আরপি/ এমএএইচ-১৮
আপনার মূল্যবান মতামত দিন: