রাজশাহী বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


ধামইরহাটে জাতীয় যুব দিবস পালিত


প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ০১:২০

আপডেট:
২৮ জানুয়ারী ২০২৬ ১০:৪২

ছবি: পুরষ্কার বিতরণ

নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক ও যুব সংগঠকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সাবিনা এক্কা, কৃষি কর্মকর্তা মোসা. শাপলা খাতুন, ওসি কেএম রাকিবুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু প্রমুখ।

এসময় ১৫ জনকে ৭ লক্ষ ৭০ হাজার টাকার চেক এবং ১ জন যুব সংগঠক ও ৩ জন আত্নকর্মীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top