রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


রাণীনগরে ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক


প্রকাশিত:
১ নভেম্বর ২০২১ ১০:১৫

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪০

ছবি: আটককৃত অস্ত্র ব্যবসায়ী

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট গ্রামে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগানসহ শহিদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের রবু আলীর ছেলে। এঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিপিসি-২ (নাটোর) র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, এদিন রাত ৮টায় উপজেলার মিরাট গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি ওয়ান শুটারগান, ১টি মোবাইল, ১টি সীমকার্ডসহ শহিদুল ইসরাম কে আটক করা হয়।

র‌্যাব-৫ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত অস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন শহিদুল। তার বিরুদ্ধে রাতেই রাণীনগর থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, রাতেই র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক শহিদুলকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top