রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২১ ০২:৩১

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০২:২৪

ছবি: প্রতিনিধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্যা দৃষ্টান্তমুলক দেশ হিসেবে বিশ্বে পরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগকন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পৃজা মন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে নিজ গ্রাম শিবপুর পূজামন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি পূজাকে কেন্দ্র করে দু'একটি বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ করে বলেছেন, কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক চেতনা ভুলুন্ঠিত করার মাধ্যমে সরকারের ভাবমুর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

ঐ কুচক্রীমহল সারাদেশে জাতিগত এবং ধর্মীয় দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু সরকার এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের ফলে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

খাদ্যমন্ত্রী স্থানীয় পূজা উদযাপনের ঐতিহ্য তুলে ধরে বলেন এই এলাকায় হিন্দূ মুসলমানসহ সব ধর্মের মানুষ সব অনুষ্ঠানে অংশ গ্রহন করে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ঠ উদাহরন করেছেন।

 

আরপি/ এমএএইচ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top