আত্রাইয়ে করোনা ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

করোনা ভাইরাস ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার তালঝাড়ি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদ্মা হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে ও সেঁজুতি হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলমেন্ট ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়।
মেহেরুন নেছা বৈশাখীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা। এসময় পদ্মা হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক একরামুল হাসান, জেনারেল ম্যানেজার পারভেজ পলাশ, প্রোজেক্ট ডিরেক্টর দিপা মালাকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আরপি/এসআর-১১
বিষয়: বাল্যবিবাহ আত্রাই আলোচনা সভা
আপনার মূল্যবান মতামত দিন: