ধামইরহাটে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য এই বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. মোস্তারিনা আফরোজ জানান, ২৮ আগস্ট মতবিনিময়ের মাধ্যমে মৎস্য সপ্তাহ কার্যক্রম শুরু আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস সপ্তাহ পালন করা হবে।
তিনি আরো বলেন, এ উপজেলায় ২০২০-২১ অর্থবছরে ব্যাপক মৎস্য উৎপাদনে ব্যাপক সফলতা পাওয়া গেছে। মৎস্য অফিসের নিরলস প্রচেষ্টা এবং মৎস্য চাষীদের মাঝে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে উপজেলায় এবছরে উৎপাদন ৫ হাজার ৭৬৩.০৮ মে.টন এবং চাহিদা ৪ হাজার ৫১.০৫ পূরন করে বাৎসরিক মাছের ১ হাজার ৭১২.০৩ মেট্রিক টন উদ্বৃত্ত করা সম্ভব হয়েছে। এটিকে আগামীতে আরো বৃদ্ধির লক্ষে সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
এসময় ধামইরহাট উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১৩
বিষয়: ধামইরহাট মতবিনিময় সভা
আপনার মূল্যবান মতামত দিন: