২১ আগস্টে নিহতদের স্বরণে পত্নীতলায় আলোচনা সভা

২১ আগস্ট ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউ চত্বরে ততকালীন বিরাধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ অন্যান্য নিহতদের স্মরণে নওগাঁর পত্নীতলায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা (মুক্তা), নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝর্ণা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
আরপি/এসআর-০৯
বিষয়: পত্নীতলা আলোচনা সভা
আপনার মূল্যবান মতামত দিন: