রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


রাণীনগরে জাতীয় শোক দিবস পালিত


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২১ ২২:২০

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪৩

ছবি: আলোচনা সভা

নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। এলক্ষে রবিবার সকাল ১১ টায় রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রথমেই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন করা হয়। এর পর উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও মহান কীর্তি সম্পর্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিন আকন্দ, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড:ইসমাইল হোসেন প্রমূখ। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও রাণীনগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দলীয় সহযোগী সংগঠন, সরকারী-আধা সরকারী প্রতিষ্ঠানে দিবসটি যথাযথ ভাবে পালন করা হয়।

 

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top