আত্রাইয়ে শ্রমিক লীগ নেতার উপর হামলার প্রতিবাদে পরামর্শ সভা

নওগাঁর আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার শোয়েবের উপর মির্জা রাব্বী সহ ১২-১৫জন সন্ত্রাসীদের নৃসংশ হামলার ব্যাপারে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ আত্রাই উপজেলা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুস সালাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা-শেরই বিপ্লব, সাবেক প্রচার সম্পাদক ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মো. আফছার আলী প্রামানিক, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ প্রামানিক, মহিলা নেত্রী জাহেদা বেগম, আত্রাই ছাত্রলীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ প্রমূখ।
অনুষ্ঠাটি সঞ্চলনা করেন আত্রাই জাতীয় শ্রমিক লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ।
আরপি/এসআর-০৬
আপনার মূল্যবান মতামত দিন: