রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

গোমস্তাপুরে ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:০৫

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন আলম, আল আমিন, তোহিদা খাতুন প্রমুখ।

এছাড়া মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত জামান মিলন, সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী প্লাবন প্রমূখ।

বক্তারা বলেন, প্রত্যেক কলেজে শিক্ষাবোর্ড কর্তৃক একটি নির্দিষ্ট নীতিমালা আছে। কিš‘ সেই নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। আমরা শিক্ষার্থীবৃন্দ এর তীব্র প্রতিবাদ জানিয়ে ফরম পূরণে নির্দিষ্ট অর্থ নেয়ার দাবি জানাচ্ছি।পরে মানববন্ধন শেষে ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এনে উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমানের নিকট স্মারকলিপি প্রদাণ করেন শিক্ষার্থীবৃন্দ।

আরপি/ এসআই -৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top