ঢাকায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি উৎসব শুক্রবার
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কালাইরুটি উৎসব।
আগামীকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় এর আয়োজন করা হয়েছে।
‘বিয়ে বাড়ি চতুর্থ কালাইরুটি উৎসব পাওয়ার্ড বাই ইমপ্যাক্ট পিআর’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এ খবর প্রকাশ করেছে রাইজিংবিডি.কম।
আয়োজকরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কালাইরুটি। এর চাহিদা শুধু চাঁপাইনবাগঞ্জে নয়, দেশের বিভিন্ন স্থানে রয়েছে। বিশেষ করে, ঢাকায় এর চাহিদা অনেক বেশি।
'আমরা চাঁপাইবাসী' গত তিন বছর ধরে কালাইরুটি উৎসবের আয়োজন করছে। তবে আগের আয়োজন ছোট পরিসরে হলেও এবার কালাইরুটি উৎসব বড় পরিসরে হচ্ছে। কালাইরুটি যারা পছন্দ করেন তাদের কথা চিন্তা করে এবং এই ঐতিহ্যবাহী খাবারকে টিকিয়ে রাখতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
বিকেল থেকে রাত পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এতে অংশ নিতে ইতোমধ্যে চার শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছেন। যাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ নয়, তারাও এই আয়োজনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা।
আরপি/এসআর
বিষয়: কালাই রুটি উৎসব ঢাকা
আপনার মূল্যবান মতামত দিন: