রাজশাহী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

ভোলাহাটে দলদলী ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন


প্রকাশিত:
২ অক্টোবর ২০২০ ০৪:২৮

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:১৬

ইউপি চেয়ারম্যানের জানাজার নামাজ। ছবি: সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) তার নিজবাড়ী নামোমুশরীভূজা গ্রামের পশ্চিমে আমবাগানে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তার নামাজে জানাজায় উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সর্মথক ও সাধারণ মানুষের ঢল নামে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

তিনি দলদলী ইউনিয়নে পর পর দু’বার নির্বাচীত চেয়ারম্যান।

মাজহারুল ইসলাম পুতুল দীর্ঘ দু’বছর ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বুধবার মাইক্রো যোগে রাজশাহী যাওয়ার সময় গোদাগাড়ীর গোপালনগরে অবস্থা আশংকাজন হয়।

এ সময় সাড়ে ৪টার সময় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে বিভিন্ন রাজনৈতীক দলের নেতাকর্মী, ভোলাহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top