চাঁপাইনবাবগঞ্জ
নাচোলে ইভটিজিংয়ের দায়ে চার যুবককে এক মাসের জেল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কলেজে ঢুকে ইভটিজিং করছিল চার যুবক। এসময় তাদেরকে আটক করে কলেজ প্রশাসন। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক মাস করে জেল দেয়া হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার বেলা ১২টার দিকে নাচোল সরকারি কলেজে ঢুকে ছাত্রীদের উত্যক্ত করার সময় তাদেরকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তদের তিনজনই নাচোলের। অপরজনের বাড়ি রাজশাহী শহরে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজ থেকে এ বিষয়ে জানা যায়।
ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ জানান, নাচোল সরকারি কলেজে ঢুকে ছাত্রীদের উত্যক্ত করছিল চার যুবক। এসময় খবর পেয়ে সেখানে গিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটকের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা সুলতানা তাদের প্রত্যেককে এক মাস করে জেল দেন।
পরে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরপি/এসআর
বিষয়: নাচোল ইভটিজিং জেল চাঁপাইনবাবগঞ্জ
আপনার মূল্যবান মতামত দিন: