ভোলাহাটে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আন্দিপুর এলাকায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলিসহ মুসলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃত যুবক উপজেলার হেলাচী গ্রামের নুরুল ইসলামের ছেলে মুসলিম উদ্দিন (৩৫)।
রোববার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ভোলাহাটে আগ্নেয়াস্ত্র পাচারের জন্য এক ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর শনিবার রাত ৮ টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত ওই এলাকায় অভিযান পরিচালনা করে। আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে মুসলিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ও ভোলাহাট থানায় পূর্বের আরো ৩টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোম্পানী অধিনায়ক মেজর এস এম মোর্শেদ হাসান পিএসসি প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরপি/এসআর
বিষয়: চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট পিস্তল গ্রেফতার
আপনার মূল্যবান মতামত দিন: