রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২০ ২৩:০৫

আপডেট:
২৩ জানুয়ারী ২০২০ ০৭:৩৯

নয়ন, ইউসুফ, স্বচ্ছ ও তুসার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা ছাত্রলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে চলছে উৎসবমুখর পরিবেশ। কিছুদিনের মধ্যেই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নতুন কমিটিতে পদ পেতে বিভিন্ন জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

জানা গেছে, এ কমিটির জন্য বিভিন্ন পদে ১০-১২ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে চার জনের নাম জানা গেছে।

এদের মধ্যে সভাপতি পদপার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইউসুফ আলি, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আসিফ স্বচ্ছ ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তুসার।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. নয়ন আলি। তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী। সব পক্ষের আশ্বাস পেয়েছি। এ পদে নির্বাচিত হলে উপজেলা ছাত্রলীগকে নতুন করে গঠন করতে চাই।

এর আগে, গত ১৫ জানুয়ারি জেলা সভাপতি মো. আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ জানুয়ারি উপজেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজন করতে বলা হয়। কিন্তু নির্ধারিত এ দিনে সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে কিছুুদিনের মধ্যে এ কমিটি দেয়া হবে বলে জানা গেছে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top