রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণে মাদক উদ্ধার


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:৫৫

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২১:৫০

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা ও চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ফেনসিডিল এবং ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান শুক্রবার বিকাল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে শিয়ালমারা বিওপির হাবিলদার মো. আবুল কালামের নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬/৫-এস হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ক্রিষ্টল বাগান নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পৌণে ১টায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ৬৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে অপর এক অভিযানে চকপাড়া বিওপির টহল দল একই দিন রাত ১ টায় নায়েব সুবেদার মুন্সী সলিমুল্লাহর নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে ৪শত গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৯০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।আটককৃত মাদক দ্রব্যের সর্বমোট সিজার মুল্য ৩ লক্ষ ৪৬ হাজার ২ শত টাকা। এ সকল বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আরপি/ এসআই-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top