রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২

গোমস্তাপুরে মাইক্রোবাসচাপায় এক পথচারীর মৃত্যু


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২১ ২২:২২

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ১৩:৫১

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাইক্রোবাসচাপায় এক পথচারী নিহত ও আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে রাকিব (৪০)। এ সময় আহত হয়েছেন একই ইউনিয়নের একই গ্রামের আইয়ুব আলীর ছেলে হোসেন আলী (৬০)।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, দুই পথচারী ওই স্থানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আড্ডা থেকে রহনপুরগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলেই পথচারী রাকিবের মৃত্যু হয়। অপর আহত পথচারী হোসেন আলীকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত পথচারী রাকিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরপি/ এসআই-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top