চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত রুবেল ওরফে ফয়সাল (২৬) জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মুন্সিগঞ্জ নামোকানারহাট গ্রামের ফারুকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, গত ২০১৭ সালের ২৭ অক্টোবর বাড়ির নিকটে একটি বাঁশঝাড় এলাকায় বান্ধবীদের সাথে খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশু। এ ঘটনায় ওই দিনই শিশুর পিতা ভোলাহাট থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থানার উপ-পরিদর্শক ওসমান গণি ২০১৭ সালের ২৪ ডিসেম্বর রুবেল ওরফে ফয়সালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদী শেষে বুধবার দুপুরে আদালতের বিচারক রুবেল ওরফে ফয়সালকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ।
এমও/আরপি
বিষয়: চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট
আপনার মূল্যবান মতামত দিন: