রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২০ ০৩:০০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৮

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিশ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের পনের রশিয়া গ্রামের বাসিন্দা। সাবেক এ পুলিশ সদস্য বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করলে আজ বৃহস্পতিবার তাঁর দাফন সম্পন্ন করা হয়।

এর আগে উপজেলা প্রশাসন ও শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদাণ করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকালে মৃতের পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাজের জানাযায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সাংসদ তার ব্যক্তিগত উদ্যোগে নগদ ১০ হাজার টাকা মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রদাণ করেন। 

 

 

আরপি/এসকে

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top