চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি’র গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন

“মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি’র গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এলজিইডি ভবন চত্বরে এই কর্মসূচীর উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মন্ডল, সিনিয়র সহকারি প্রকৌশলী মো. আহারাম আলী, সহকারি প্রকৌশলী সোহেল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া আঞ্চলিক সড়কের সংস্কার কাজ পরিদর্শণ করেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, জেলায় জিওবি’র আওতায় ১৬৩ জন মহিলা এলসিএস ও সুপারভাইজার এবং আরইআরএমপি-৩ এর আওতায় ৪৫০ জন পুরুষ মাসব্যাপি সড়ক সংস্কার কাজ করবেন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: