রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ভোলাহাটের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউএনও মশিউর রহমান। ছবি: সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সরকারী অর্থায়ণে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ এর আওতায় ২০১৮/১৯ অর্থ বছরের ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিউটি খাতুন, বজরাটেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম, বীরশ^রপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামশুল হক, প্যানেল চেয়ারম্যান আহম্মেদ শাহ নাজিমুল( ইয়ারুল), ইউপি সদস্য এমরান আলী, নজরুল ইসলাম, কামাল উদ্দিন, ইসমাইল হোসেন প্রমুখ।

পরে ২ শত পরিবারের মাঝে ২টি করে সাবান ও ৫টি করে মাস্ক বিতরণ করা হয়।

 

আরপি/আআ-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top