রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

ইউএনও এবং মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২০ ০০:০৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৯:৩৩

ইউএনও এবং মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এবং তার সন্তান দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ১২ টায় শিবগঞ্জ ডাক বাংলোর সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল।

এ সময় ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, মুক্তিযোদ্ধা সাংবাদিক তসলিম উদ্দীন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।

এছাড়াও মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। তবেই অন্য সন্ত্রাসীরা ভীত হবে, হবে কোনঠাসা।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top