রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে দুঃস্থদের মাঝে মহিলা সাংসদের সহায়তা প্রদান


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১০:০৭

মহিলা সাংসদের সহায়তা

চাঁপাইনবাবগঞ্জে করোনাকালীন সময়ে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে পৌর এলাকার পুরাতন বাজার সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরণকৃত সহায়তা অসহায়দের হাতে তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি’র পক্ষে তার ছোট ভাই চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের অন্যতম বলিষ্ট কন্ঠস্বর প্রয়াত নেতা মরহুম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের ছোট ছেলে যুবলীগ নেতা মেসবাহুল জাকের জঙ্গী।

এ সময় শহরের মরহুম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার সড়কের বাসভবনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১ জন দুঃস্থ্য মানুষের প্রত্যেককে প্রধানমন্ত্রীর দেয়া ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

মেসবাহুল জাকের বলেন, আমরা বংশ পরম্পরায় বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার বাবা আ.আ.ম মেসবাহুল বাচ্চু ডাক্তার জীবিতাবস্থায় এই জেলার উন্নয়নে নানাবিধ কাজ করে গেছেন। সাহায্য সহযোগীতা করেছেন অত্র অঞ্চলের মানুষদের। তাদের ভালোবাসায় আজ আমার বড় বোন জাতীয় সংসদের মহিলা সাংসদ হয়ে আপনাদের জন্য সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আর তাই সকলকে আওয়ামীলীগের পতাকা তলে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

দুঃস্থ মানুষের মাঝে চেক তুলে দেয়ার সময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল হাই, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাকিনা খাতুন পারুলসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংসদ অধিবেশনে যোগ দিতে ঢাকায় থাকার কারণে সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি’র পক্ষে যুবলীগ নেতা মেসবাহুল জাকের জঙ্গী এই চেক তুলে দেন। 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top