রাজশাহী মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩, ২১শে অগ্রহায়ণ ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগী বাড়ছেই


প্রকাশিত:
১১ জুন ২০২০ ০৪:১৬

আপডেট:
৫ ডিসেম্বর ২০২৩ ০৪:৫৭

চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ২০ জনের নমুনায় প্রাণঘাতি করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৮ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় পাঠানো নমুনা সমূহের মধ্যে ২০৩ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। আর এই ২০৩ টি নমুনার মধ্যে ২০ টি নমুনায় করোনা পজিটিভ এসেছে। তবে আক্রান্ত্ররা সকলেই উপসর্গহীন ছিলেন। এদিকে ২০ জন আক্রান্তের মধ্যে ৬ জনের বাড়ি ভোলাহাট উপজেলায় আর বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। রাতের মধ্যেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরি।

 

আরপি/আআ-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top