রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

ভোলাহাটে ৯১০ পরিবার পেল সরকারি চাল


প্রকাশিত:
২৯ মার্চ ২০২০ ০৪:৪১

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২১:০৬

নিম্ন আয়ের ও হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের মাঝে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিম্ন আয়ের মানুষ ও হোম কোয়ারেন্টাইনে থাকা ৯১০টি দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) পরিবারগুলোকে পাঁচ কেজি করে চাল দেয়া হয়। জেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর হতে প্রাপ্ত এ চাল উপজেলার মোট ২ হাজার দুস্থ পরিবারকে দেয়া হবে।

উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে এদিন ভোলাহাট সদরে ৫৫০ জন ও জামবাড়িয়া ইউনিয়নের ৩৬০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজ দানী জর্জ, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসফিকুল ইসলাম (তারা), যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সর্দ্দারসহ ইউনিয়র পরিষদের সদস্যবৃন্দ।

এদিকে, গোহালবাড়ী ও দলদলী ইউনিয়ন পরিষদে আগামীকাল রবিবার (২৯ মার্চ) যথাক্রমে ৫২০ ও ৫৭০ মোট ১ হাজার ৯০ পরিবারকে চাল দেয়া হবে।

শনিবার চাল বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম জানান, আজ ও কাল ২ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত চাল আসতে থাকবে বলে তিনি জানান।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top