রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইয়ে সড়ক দূর্ঘনায় বাবা-মেয়ে নিহত


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২০ ০২:৩৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৪৯

ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জে  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শহরের উপ-রাজরামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর নতুনপাড়ার মৃত মুসলিম উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী (৫৫) ও তার মেয়ে সাদেকিনা রোশনী (৫)। গোলাম রাব্বানী ছিলেন ওষুধ ব্যবসায়ী। তার মেয়ে রোশনী উপ-রাজারামপুর কিন্ডার গার্ডেন প্রথম শ্রেনীর ছাত্রী।

ট্রাফিক পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে গোলাম রাব্বানী মেয়ে সাদেকিনা রোশনীকে নিয়ে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন। এসময় রাজশাহীগামী একটি ট্রাক গোলাম রাব্বানীর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা ও মেয়ে।

এ ঘটনায় ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। তবে রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম।

আর পি / এম আই



আপনার মূল্যবান মতামত দিন:

Top