চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের গ্র্যান্ড গেট টুগেদার অনুষ্ঠিত

ফেসবুক গ্রুপ ভিত্তিক উদ্যোক্তাদের মেলবন্ধন বৃদ্ধির লক্ষ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে গ্র্যান্ড গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের নিউমার্কেট এলাকার এক রেস্টুরেন্টে এই গেট টুগেদার অনুষ্ঠিত হয়। ফেসবুক ভিত্তিক গ্রুপ চাঁপাই কুটির শিল্প এই মিলন মেলার আয়োজন করে।
দিনব্যাপী গেট টুগেদারে গ্রুপ সদস্যদের ব্যবসা বাণিজ্যে একে অপরকে সহযোগীতা ও উদ্যোক্তাদের মূল্যায়নের প্রতি যত্নবান হওয়া সহ অনলাইন ব্যবসায় সকলকে সচেতন হবার পরামর্শ প্রদান করা হয়।
আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদের ৩ বছরের কারাদণ্ড
অনুষ্ঠানে প্রজ্ঞার রন্ধন শৈলীর লিজা, বুনন শিল্পের খালেদা খাতুন, শখের বাজারের ইয়ামিন নেসা, তাসলিমাস কিচেনের তাসলিমা, পিংকস জোনের নাইমা, নেহা ফেশনের নেহা, ফারহানাস ক্রেপস ওয়ার্লডের ফারহানা, অনলাইন বিজনেস শপের খাদিজাসহ শখের হাট, মিলিস কালেকশান, চারুলতা নামে ফেসবুক গ্রুপ ভিত্তিক জেলার ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ অর্ধশত নারী পুরুষ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
শেষে কেক কেটে গ্র্যান্ড গেট টুগেদারের সমাপ্তি ঘোষণা করেন উদ্যোক্তারা।
আরপি/এসআর-০৪
বিষয়: গেট টুগেদার উদ্যোক্তা
আপনার মূল্যবান মতামত দিন: