রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

আম চুরির অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২২ ০৪:০২

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১২:৪৯

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চুরি করার অভিযোগে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে কসবা ইউপির খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গুনিরমোড় গ্রামের ফাইজুদ্দীনের ছেলে শুকুদ্দী (৫৩)। এ ঘটনায় দুইজনকে আটক করেছে নাচোল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পোল্লাডাঙ্গা গ্রামের মহতাজ উলমুলক ছেলে আসাদুজ্জামান শামীম (৩৯), একই উপজেলার চককীর্তি গ্রামের আলাউদ্দীনের ছেলে হাসান আলী (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা য়ায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আমের বাগানে আম চুরি করতে আসে শুকুদ্দিসহ আরো কয়েকজন। পরে বাগানের পাহারাররা তাদের ধরতে গেলে কয়েকজন পালিয়ে যায়। এ সময় আমসহ শুকদ্দীকে ধরে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত হয়। পরে আজ বুধবার সকালে আম বাগানে তার মৃত্যু হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বুধবার সকালে নাচোল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ টঘনায় শামীম ও হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনা নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top