রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে পরিবহণ মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময়


প্রকাশিত:
২২ নভেম্বর ২০১৯ ০৪:৩৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:১১

ছবি: চাঁপাইনবাবগঞ্জে পরিবহণ মালিক-শ্রমিকদের সাথে প্রশাসনের  মতবিনিময়

নতুন সড়ক পরিবহন আইন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে পরিবহণ মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময় করেছে প্রশাসন। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কয়েক‘শ চালক ও শ্রমিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে একটি ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। সেই সাথে শ্রমিকদের ছেলেমেয়েদের জন্য শিক্ষা বৃত্তি দেওয়ার ঘোষনা দেন। এসময় তিনি সবাইকে আইন মেনে সড়কে যান চলাচলের আহ্বান জানান।

জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম আনারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

মতবিনিময়ে আরো বক্তব্য দেন, বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী আনোয়ারুল কিবরিয়া, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এ্যাড. এফ কে এম লুৎফর রহমান ফিরোজ, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি এ্যাড মোঃ আব্দুস সামাদ বকুল।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top